২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে মগড়া ইউনিয়নে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল।
আজ রবিবার (১৯ জানুয়ারী ) দুপুরে সদর উপজেলার মগড়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্তরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় চার শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, তাতীদল সাধারন সম্পাদক হাবিবুর রহমান, মহিলাদল নেত্রী এডভোকেট রক্সি মেহেদী, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, বিএনপি নেতা রুহুল আমিন, বাবু, ছাত্রদল নেতা আরেফিন রানা, হেলাল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এসএম আনিছুর রহমান। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

|