
৪ দফা দাবিতে টাঙ্গাইলে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে ৪ দফা দাবিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে করা হয়৷ এতে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যাটস শিক্ষার্থী আনজুম ফেরসৌস।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে ৪ দফা দাবিতে আন্দোলন করে আসছি৷ আমাদের দাবিগুলো হল অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও নতুন পথ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারুকুলাম সংশোধন, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষাসহ এবং স্বতন্ত্র শিক্ষা বোর্ড এমবিবিএস ডাক্তারদের সাথে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু যখন আমাদের পরিচয় দেওয়ার প্রশ্ন আসছে তখনই তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷
তিনি আরো বলেন, অতি দ্রুতই আমরা দাবিগুলো বাস্তবায়নের দাবি করছি।
সংবাদ সম্মেলনে ডা. এনআই জাকির, সাবেক শিক্ষার্থী শামিমুর রহমান, আবু সাঈদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।