সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার আইনশৃংখলা পরিস্থিতিসহ নানা বিষয় উঠে আসে মত বিনিময় সভায়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের উদ্ধর্ত ন কর্মকর্তারা।