২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সখীপুরে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করছে দুর্বৃত্তরা। বৃহস্প‌তিবার (২৩ জানুয়ারি) সকা‌লে উপ‌জেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের এক‌টি লেবুর বাগা‌ন থেকে তার মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

নিহত আব্দুস সালাম মিয়া উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, সালাম মিয়া বুধবার রাত ১০ টার দিকে বাড়ি আসার জন্য দোকান বন্ধ করেন। পরে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে লেবুর বাগানে তার গলাকাটা মর‌দেহ দেখতে পায় এলাকাবাসী।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, ‘আমার স্বামীকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। সকালে বা‌ড়ির লেবু বাগানে তার গলাকাটা মর‌দেহ দেখতে পাই। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

|