
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৬ফেব্রুয়ারি সন্ধ্যা ১৮.৫০ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল“সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চলনবিল ৯নং ব্রিজ সংলগ্ন বন্ধন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে ঢাকা হতে রাজশাহীগামী মহাসড়কের উপর”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ১টিপ্রাইভেট কার এবং নগদ ১,৬৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি ১।মোঃ জুয়েল বেপারী (৩২), পিতা-মোঃ সিরাজ বেপারী, সাং-চর ফ্যাশন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহদেশের বিভিন্ন জেলায় তারনিজস্ব প্রাইভেট কারযোগেমাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয়করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিরবিরুদ্ধে তাড়াশথানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।