১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাব এর অভিযানে ৮০বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :

গত ১৮মার্চ র‌্যাব-১২,ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চাঁন্দাইকোনা ফ্লাইওভার সংলগ্ন বগুড়া টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেঅভিনব কায়দায় বাজারের ব্যাগেমাদক পরিবহন কালে৮০বোতলফেন্সিডিলসহ০১জনমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামি১। মোঃ সুজন বাবু (২৮), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- খুদিহার(খানপুর), থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্নজেলায়মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়করে আসছিল।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

|