৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাব এর অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :

র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায়গত১৪মার্চ২০২৫ খ্রিঃ,বিকাল ১৭.৫০ঘটিকায়র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকসআভিযানিক দল“সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড়ে জনৈক মোঃ আব্দুল আলীম এর ভ্রাম্যমান দোকানের সামনে পাকা রাস্তার উপর”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে২৭কেজিগাঁজাসহ ০২জনমাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১৭৮০/-টাকাজব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামিদ্বয়১। মোঃ বিল্লাল মিয়া (২৯), পিতা- মোঃ বাদশা মিয়া, সাং- উক্তর বহুলাচরা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, ২। মোঃ আজহারুল ইসলাম @ নয়ন (২২), পিতা- মোঃ আব্দুল আলীম, সাং- বরুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয়করে আসছিল।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়েরবিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

|