
র্যাব এর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ সঙ্ঘবদ্ধ ডাকাত দলের নেতা গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি :
১৭মার্চ ২০২৫ তারিখ বিকাল ১৭.৩০ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্নবাসন সায়দাবাদ এলাকার মোঃ আলী আশরাফ এর বাড়িতে”অবস্থান করে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্নবাসন সায়দাবাদ এলাকায় তার বাড়িতে পৌঁছা মাত্র কয়েকজন ডাকাত র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ০১ জনকে গ্রেফতার করা হয়এবং বাকী অজ্ঞাত ৭/৮ জনডাকাত পালিয়ে যায়। ধৃত ০১নং আসামী মোঃ আলী আশরাফ (৩৭)‘কে ডাকাতির প্রস্তুতির বিষয়ে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে তার বাড়িতে সাক্ষীদের উপস্থিতেতল্লাশিকালেতারবাড়িরশয়নকক্ষহতে ১। ২টি গ্যাসগানেরব্যবহৃত সেল, ২। সিলিংফ্যান ৭টি, ৩। মোটোরলানষ্টওয়াকিটকি ১টি, ৪। ২টি ছোড়া৫। ২টি হাসুয়া৬। ২টি র্যাদ ৭। ২টি স্কু ডাইভার ৮। ১টি টেষ্টার৯। ২টি কাটিংপ্লায়াস১০। ০১টি খুর, ১১। ০১টি মোটরসাইকেলচুরিরমাস্টারকি, ১২। ০১ হর্সের মোটর, ১৩। ০১ টি ০২ হর্স পাওয়ারেরসাবমার্সেবলপাম্প, ১৪। লোহাকাটাগ্রান্ডিং মেশিন ০১টি, ১৫। ০৮ পিচএসডিএমআইক্যাবলবক্সসহ, ১৬। ০৮ পোর্ট সুইচ ০১ টি, ১৭। ক্যাবল৫০ গজ, ১৮। ওয়েবক্যামেরা০১টি, ১৯। ০৪টি স্মার্ট ফোন২০। ০১টি মোটরসাইকেলসহর্যাব-১২ সিরাজগঞ্জএরআভিযানিক দল গ্রেফতারকরতেসক্ষমহয়।ধৃত ০১নং আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাত ৭/৮ জনসহতারাপ্রত্যেকেই আন্তঃ জেলাডাকাত দলেরসক্রিয়সদস্য।
৩। গ্রেফতারকৃত আসামী১। মোঃআলীআশরাফ (৩৭), পিতা- মৃতআবুল হোসেন, সাং- পুর্নবাসনসায়দাবাদ,থানা ও জেলাসিরাজগঞ্জ।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে।
৫। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদরথানায় একটি মামলা দায়ের করা হয়েছে।