৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাব অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত০ ৬এপ্রিল ২০২৫ খ্রিঃ, রাত ১১.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল“সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ রিফা বেকারীর সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোনজব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামিদ্বয়১। মোঃ আবুল কালাম(২৮), পিতা মৃত- কানা মিয়া, সাং- উত্তর ঝাউলাছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার, ২। মোঃ মমিন মিয়া(৩০), পিতা- মোঃ জয়নাল মিয়া, সাং- উত্তর ঝাউলাছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করেআসছিল।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়েরবিরুদ্ধে সলঙ্গাথানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

|