৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাব অভিযানে আলোচিত ক্লুলেস চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফাতার

প্রেস বিজ্ঞপ্তি

গত ১৬মার্চ ২০২৫ তারিখ আনুমানিক রাত ১০.১০ ঘটিকায় বৈকন্ঠপুর এলাকা হতে মোঃ রিয়াজ উদ্দিন সেখ (২১), পিতাঃ মোঃ বদিউজ্জামান সেখ ও মোঃ হৃদয় সেখ (১৮), পিতাঃ তোতা সেখসর্ব সাং- বৈকন্ঠপুর, থানা- রায়গঞ্জ ও জেলা- সিরাজগঞ্জ নিখোঁজ হয়।গত ২০ মার্চ বিকাল আনুমানিক ০৪.৩০ ঘটিকায় রায়গঞ্জ থানাথীন বেংনাই মৌজাস্থ্য ভেড়াদহ বেইলী ব্রীজ (ধানগড়া টু পাঙ্গাসীগামী পাকা রাস্তায়বৈকন্ঠপুর বাজারের পশ্চিমে বেইলী ব্রীজ) এর দক্ষিনে ভেড়াদহ নামক দহের পূর্ব পাড়ে কাঁদা পানিতে কচুরি পানার মধ্যে উপুর অবস্তায় দুইটি মরদেহ ভেষে আছে। লাশ উদ্ধার পূর্বক সুরতাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।এতে সিরাজগঞ্জসহসারাদেশে ব্যাপকচাঞ্চল্যেরসৃষ্টিহয়।
২। এরই ধারাবাহিকতায় গত ২১মার্চ ২০২৫তারিখসকাল১০.৩০ঘটিকায়র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন বৈকন্ঠপুর এলাকা হতে১। মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা- মোঃ সুরুজ্জামান শেখ, ২। মোঃ আবু হানিফ (২৪), পিতা- মোঃ আব্দুল মালেক সরকার, ৩। মোঃ ফেরদৌস শেখ (১৮), পিতা- আঃ রাজ্জাক শেখ , সর্ব সাং- বৈকন্ঠপুর, থানা- রায়গঞ্জ ও জেলা- সিরাজগঞ্জ, গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামীগণ১। মোঃরবিউলইসলাম (২৫), পিতা- মোঃ সুরুজ্জামান শেখ, ২। মোঃআবুহানিফ (২৪), পিতা- মোঃআব্দুলমালেকসরকার, ৩। মোঃ ফেরদৌস শেখ (১৮),পিতা-আঃ রাজ্জাক শেখ , সর্বসাং- বৈকন্ঠপুর, থানা- রায়গঞ্জ ও জেলা-সিরাজগঞ্জ।
৪।গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

|