২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মানসিক ভারসাম্যহীনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে

স্টাফ রিপোর্টার :
অবশেষে টাঙ্গাইলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে। রবিবার (৯ মার্চ) রাত ১১ টার দিকে তাদের পুরুষদের ময়মসিংহ ও মেয়েদের গাজিপুরের কাসিমপুর পাঠানো হয়।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি রুহুল আমিন শরীফ বলেন, মেয়ে যারা আছে মানসিক ভারসাম্যহীন তাদের গাজিপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে। এছাড়া পুরুষ যারা রয়েছে তাদের ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে সরকারি ভাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুল মোতালেব মিয়া, প্রবেশন অফিসার জেলা সমাজসেবা মোঃ সৌরভ তালুকদার ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম।

|