ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে মঙ্গলবার(৭ জানুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ স্থানীয়রা করটিয়া বাজারের একটি দোকানে আগুন জ¦লতে দেখতে পায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্ট করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে বাজারের তিনটি দোকার পুড়ে ছাই হয়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা জানান, খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি তদন্তের পর জানা যাবে।