
বাসাইলে ব্যাটারি চালিত অটো রিক্সা ও ট্যাফে ট্রাক্টরের সাথে সংঘর্ষে একজন নিহত
বাসাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইলে ব্যাটারি চালিত অটোারক্সা ও ট্যাফে ট্রাক্টরের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ সকাল ১০টার দিকে বাসাইল-কাউলজানী সড়কের কলিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ বাপ্পি। তিনি উপজেলার সুন্যা গ্রামের লিটন মিয়ার ছেলে।
আজ সকাল ১০টার দিকে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাপ্পি বাসাইলের দিকে যাচ্ছিলেন। বাসাইল-কাউলজানী সড়কের কলিয়া এলাকায় পৌঁছালে মাটির বহনের কাজে ব্যবহৃত একটি ট্যাফে ট্যাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটো রিক্সার চালক বাপ্পি গুরুতর আহত হলে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক লিপি আক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালে রয়েছে।