বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাসাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ামত উল্লাহ। উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বীথির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামির এসিস্ট্যান্ট সেক্রেটারি মওলানা শফিকুল ইসলাম, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবীর, আব্দুল কাদেরসহ অন্যরা।
খেলায় বালক ইভেন্টে নাইকানী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হাবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৮-৭ গোলে হারিয়ে এবং বালিকা ইভেন্টে সিঙ্গারডাক সরকারি প্রাথমিক বিদ্যালয় নাহালী মটরা প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।