২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাসাইলে তারুণ্য ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইলে তারুণ্যের উৎসব ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তারুণ্য ও পিঠা উৎসব ছাড়াও বই মেলা, হস্তশিল্প, কৃষি উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। বেলুন উঁড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল-কলেজ, উদ্যোক্তসহ বিভিন্ন দফতরের ২০টি স্টল বসানো হয়। এসময় শিক্ষার্থীসহ তরুণদের ঢল নামে।

|