২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগরপুরে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ নাগরপুর উপজেলার বিএনপির কার্যালয়ে ১২ টি ইউনিয়নে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান আতিক এর পক্ষথেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইশবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

|