২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেলদুয়ারে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেলদুয়ার প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে আজ উপজেলা প্রশাসনের সার্বিক তও¦াবধানে ও আটিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত শাহানশাহী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নাল্লাপাড়া আবুল হোসেন কলেজের অধ্যক্ষ খালেক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, আটিয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আজাদ, শাহানশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নাহার বেগম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা ইরফাত সিকদার সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। অনুষ্ঠানে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

|