![](https://www.kalerchokh.com/wp-content/uploads/2024/12/অক্ষয়-2412121232-150x150.jpg)
দূর্ঘটনার কবলে অক্ষয়
বর্তমানে ‘হাউজফুল’ সিনেমার ৫ম ফ্র্যাঞ্চাইজির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। সেই ছবির শ্যুটিং ফ্লোরেই এবার দূর্ঘটনার কবলে পড়েছেন তিনি। গুরুত্বর আঘাত পেয়েছেন চোখে। তবে বর্তমানে অভিনেতা আশঙ্কামুক্ত রয়েছেন। জানা যায়, অক্ষয় ‘হাউজফুল ৫’ ছবিটির একটি কঠিন দৃশ্যের শ্যুটিং করছিলেন। সেই সময়ই তার চোখে কিছু একটা উড়ে এসে ঢুকে যায়। এই ঘটনার পরই সেটে চিকিৎসক ডাকা হয়। তিনিই প্রাথমিক চিকিৎসা করেন। ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেন তার চোখ। আপাতত সেই চিকিৎসক জানিয়েছেন অক্ষয় কুমারকে বিশ্রামে থাকতে হবে। আপাতত তাকে ছাড়াই বাকীদের নিয়ে ‘হাউজফুল ৫’ এর শ্যুটিং পুনরায় শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। হাউজফুল ৫ ছবিটির শ্যুটিং একেবারে শেষ পর্যায়ে আছে, তাই অক্ষয় চান না এই কাজটুকু ফেলে রাখতে। অভিনেতা শীঘ্রই শ্যুটিং শুরু করতে চাইছেন। ছবিটির পরিচালনা করছেন তরুণ মানসুখানি। আগামী বছর ৬ জুন মুক্তি পাবে ছবিটি