টাঙ্গাইল ৫৪তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৪তম টিআরসি জানুয়ারি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডিশনাল আইজি (সিআইডি) মতিউর রহমান শেখ।
অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। শেষে শারিরিক কসরত এবং মার্শাল আর্ট প্রদর্শণ করা হয়।
অনুষ্ঠানে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমসহ পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সসয় প্রধান অতিথি অ্যাডিশনাল আইজি (সিআইডি) মতিউর রহমান শেখ প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে দেশের সেবা করার আহবান জানান।
এবার ৫৪ তম ব্যাচের মোট প্রশিক্ষনার্থী ছিলেন ৭৭৩ জন।