
টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে আটটায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্যাহ আল মামুন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিহাব রায়হান, জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা ও সমাজের সব শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়। ঈদের নামাজ পড়ান টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। নামাজ শেষে দেশ-জাতির কল্যান কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করা হয়।