
ধর্ষক ও মাতাব্বরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলে ১০ বছরের শিশু ধর্ষণ গ্রাম্য সালিশে শিশু ধর্ষকের জরিমানা দেড় লাখ টাকা!
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় ধর্ষক ফিরোজ মিয়াসহ গ্রাম্য মাতাব্বরদের গ্রেফতার ও কঠোর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার দুপুরে আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারে আজগানা ইউনিয়নবাসি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক যোবায়ের হোসেন, ইমন সিদ্দিকী, আলামীন, সিয়াম, নেহা ও অপরুপা প্রমুখ ।
এ সময় ধর্ষক ফিরোজ মিয়া ও গ্রাম্য মাতাব্বর বাবুল, মালেক, ফাজু, ইউনুছ, নুর ইসলাম, আলম, খোরশেদ ও আলীমসহ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতার এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
এর আগে দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী শিশু ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য শালিসে মাতাব্বরগণ শিশুর ইজ্জতের মূল্য দেড় লাখ টাকায় রফা করে। সালিশে ধর্ষককে জুতাপেটা করা হয়। দেড় লাখ টাকার মধ্যে ৯২ হাজার টাকা শিশুর পরিবারকে বুঝিয়ে দেওয়া হলেও বাকী ৫৮ হাজার টাকা নিয়ে মাতাব্বরগন লাপাত্তা হয়। পরে লোক লজ্জায় মেয়েকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র আশ্রয় নিয়েছে অসহায় পরিবার। ঘটনা জানাজানির পর এলাকায় তোলপাড় হলে পালিয়ে যায় ধর্ষক। অমানবিক এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, এ ঘটনায় শনিবার ওই শিশুর মা বাদি হয়ে থানায় মামলা করেন। অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আজ রোববার ধর্ষণের শিকার শিশুর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই সাথে টাঙ্গাইল আদালতে ২২ ধারায় জবানবন্দি চলছে।