২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও এ উপলক্ষে আজ বিকেলে পৌরসভার আশেকপুর এলাকায় আয়োজিত আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইশবাল। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, যুগ্ম সম্পাদক খালেদা আক্তার স্বপ্না প্রমুখ। পরে বিভিন্ন এলাকার হতদরিদ্র, দুঃস্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

|