
টাঙ্গাইলে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে মেরে ফেলার হুমকি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর পরিকীয়ার জেরে স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে ভুক্তভোগী মো. শাহ আলম এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রকাশ করেছেন। একই সাথে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে মো. শাহ আলম বলেন, ৯ বছর আগে ভূঞাপুর পৌরসভার খাটান্দী এলাকার স্বপন কাজার মেয়ে মীম কাজীর সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসার জীবন ভালোভাবে যাচ্ছিলো না। ইতিমধ্যেই আমার স্ত্রীর অনেক কুর্কম আমার নজরে আসতে থাকে। বিষয়টি আমার স্ত্রীর কাছে বার বার বলেও কোন লাভ হয়নি। পবিত্র ঈদুল ফিতরের দিন কথাকাটাটি শেষে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। কৌশলেই আমার রুমে ঢুকে দেখি স্ত্রী মীম ভূঞাপুর উপজেলার ছাত্রদলের আহব্বায়ক আলমগীর হোসেন এর সাথে ভিডিও কলে কথা বলছে। পরে আমি ফোনটি আমার স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি এবং একটি পর্যায় দস্তাদন্তি শুরু হয়। একটি সময় দেখলাম আমার স্ত্রী ও শাশুড়ী বাড়ীতে থাকা কান্তে নিয়ে আমাকে মারার জন্য ঝাঁপিয়ে পরে। আমি তখন প্রাণের ভয়ে পাশে বাড়ীতে আশ্রয় নেই। এ এ নিয়ে ঈদের পরের দিন শালিশী বৈঠক হয়। এরই মধ্যে আলমগীর তার ভাই ও সাঙ্গপাঙ্গরা আমাকে হুমকি দেয়। আমি জীবনের নিরাপত্তা চেয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তীতে
স্থানীয় একটি অনলাইনে আমার সত্য ঘটনাটি তুলে একটি নিউজ প্রকাশ হয়। সেই নিউজ প্রকাশ হওযার দুটি টিভিতে আমার মূল কথা গুলো বাদ দিয়ে অপ্রসাঙ্গিক বক্তব্য তুলে ধরে, আমার সত্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তারা। যে কোন মুহুতে আমাকে মেরে ফেলতে পারে। ভাই আমি আপনাদের স্মরাপন্ন হয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।