
টাঙ্গাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি আহতদের সাথে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রগহণ করেন।
এ সময় উপস্থিত জুলাই অভ্যুত্থানে আহত ৪৫জন ব্যক্তিবর্গের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়। এদের মধ্যে ৩৬জন স্বশরীরে উপস্থিত ছিলেন এবং বাকী ৯জন বেশি অসুস্থ থাকায় তাদের বাড়িতে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সার্বক্ষণিকভাবে পাশে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪২১৫ জন ছাত্র-জনতা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। এর মধ্যে ঘাটাইল সিএমএইচে ১৫ জন এবং সিএমএইচ মোমেনশাহীতে ৯ জন চিকিৎসা সহায়তা পেয়েছেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক, ঘাটাইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।