
আছিয়াসহ সকল জেলায় শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
আছিয়াসহ সকল জেলায় শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, টাঙ্গাইল জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
গত ১৭ মার্চ সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ, মহিলা পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার সদস্য ও বিভিন্ন সংগঠনের নারী নেতারা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক রহিমা খাতুন রুবী, সহ সাধারণ সম্পাদক নুসরাত জাহান মিনা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক লিপি খন্দকার রানু সহ অনেকে।
এ সময় আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বক্তারা বলেন, আছিয়ার মৃত্যুর পরে ৭ দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। কিন্ত মৃত্যুর আগে কেনো এমন কার্যক্রম নেয়া হল না। এছাড়া সারাদেশেই প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা বেড়েছে। একই সাথে সকল ধর্ষকদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি।