২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে মাংস ব্যবসায়ী সাইফুল হত্যা: আরেক আসামি জুলমত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি লিয়াকত গ্রেফতারের পর এজাহার ভুক্ত আরেক আসামি জুলমত ওরফে লিটনকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত জুলমত ওরফে লিটন উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী এলাকার মন্তাজ আলী ওরফে ফকির চাঁনের ছেলে। পরিবার নিয়ে বর্তমান গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে বসবাস করে আসছিল।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত জুলমত ওরফে লিটন সাইফুল হত্যা মামমলার এজহার ভুক্ত আসামি। গ্রেফতকরের পর জুলমত ওরফে লিটনকে ১০ দিনের রিমান্ডের আবেদন চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে এজহার ভুক্ত ১ নম্বর আসামী লিয়াকতকে গ্রেফতার করা হয়। লিয়াকত তালুকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সন্দেশ তালুকদারের ছেলে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকার রাস্তার পাশ থেকে মাংস ব্যবসায়ী সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। সাইফুল উপজেলার গোবিন্দাসীর ইউনিয়নের কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে। তিনি আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বপরিবার নিয়ে থাকতেন।

এ ঘটনায় ১১ অক্টোবর শুক্রবার রাতে সাইফুলের ছেলে সজিব বাদী হয়ে লিয়াকতকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে আসামি লিয়াকতকে গোবিন্দাসী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম এলাকায় আগে মাংসের ব্যবসা করত। পরে স্বপরিবার নিয়ে ঢাকার আশুলিয়া গিয়েও একই ব্যবসা করতেন।

|