২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো জেলা আওয়ামীলীগের কার্যালয়

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেয়া হয়।

এর আগে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। পরে সেখান বুলডোজার নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় জেলা আওয়ামীলীগের কার্যালয়। এসময় ছাত্র জনতার ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে। এছাড়াও জেলা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে দেয়া হবে।

এর আগে, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর করেছিল ছাত্র-জনতা।

|