২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে

টাঙ্গাইলে ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে কাগমারীতে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রাঙ্গনে পৌর এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিতদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় ৮ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা রিপন চৌধুরী, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, বিএনপি নেতা সেলিম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কৃষকদল নেতা রুহুল, ছাত্রদল নেতা আরেফিন রানা ও আল হেলাল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জুবায়ের। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

|