২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং টিমের অভিযান

স্টাফ রিপোর্টার :
রমজানে টাঙ্গাইলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা বাজার মনিটরিং টিম। আজ দুপুরে শহরের ছয়আনী বাজারে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানা না করে ব্যবসায়ীদের সর্তক করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীরা বাজারে ভোজ্যতেলের সংকট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রি করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে বাজারে গিয়ে বাড়তি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ঘুরে ব্যবসায়ীদের রমজানে বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল, ছয়আনী বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারন আহসান খান আছুসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

|