
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বেবিস্ট্যান্ড খাদ্য গুদামের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, যুবদল নেতা আব্দুল্যাহেল কাফী সাহেদ, স্বেচ্ছাসেবকদল নেতা সালেহ মোহাম্মদ সাফী ইথেন, মিজানুর রহমান উজ্জল, জেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক মোস্তফা, যুবদল নেতা সাব্বির আহম্মেদ রতন, ছাত্রদল নেতা আজাদ মিয়া, প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মোস্তফা কামাল। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।