টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি :
ডিবি (উত্তর), টাঙ্গাইল এর একটি চৌকস আভিযানিক দল গত ২৭/১২/২০২৪ খ্রিঃ মির্জাপুর থানাধীন সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ১০ (দশ) সদস্যকে ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতিকালে গ্রেফতার করে। এরা যথাক্রমে, ১। সুরত মিয়া (৩৮), পিতা- মৃতঃ খালাই মিয়া ওরফে কালা মিয়া ওরফে কালাম মিয়া, গ্রাম- ধরমন্ডল , থানা- নাসিরনগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ২। তাসলিমা (৩২), পিতা- আবু মিয়া, গ্রাম- ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৩। জুলেখা বেগম (৩১), পিতা- রমজান মিয়া, গ্রাম- বাঘাসুরা, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৪। আসমা বেগম (৩০), পিতা- মৃত ইউনুস আলী, গ্রাম: ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৫। সেলিনা বেগম (৩২), পিতা- মৃত সমুজ আলী, গ্রাম: সাং-বন্দরআটি (সাবদু মিয়ার বাড়ী), থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৬। মোছাঃ আলেয়া (৩৭), পিতা- মৃত কালাম, মাতা- রওশন আরা ,গ্রাম- ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৭। সোনিয়া আক্তার (২১), পিতা- আঃ কাদির, গ্রাম: -ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৮। মোছাঃ রিফা আক্তার (২৬), পিতা- নূর মিয়া, গ্রাম- ধরমন্ডল , থানা- নাসিরনগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৯। আকলিমা বেগম (৪০), পিতা- মৃত মজিবর রহমান, গ্রাম: সরাইল, থানা- নাসিরনগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ১০। মোঃ সেলিম সরকার (৩৭), পিতা- মোঃ ছামসুল হক, গ্রাম: কুশমাইল টেকিপাড়া, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ’ দের গ্রেফতার করে। আসামীগণসহ জব্দকৃত হায়েচ মাইক্রোবাসযোগে মির্জাপুর থানা এলাকায় হিন্দু বাড়ীতে ডাকাতি করার উদ্দেশ্যে সকল মহিলা আসামীগণ মাথায় সিঁধুর, কপালে টিপ এবং হাতে শাঁখা পরিয়া ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে গাজীপুরের সালনা হতে এসে বর্ণিত ঘটনাস্থলে সমবেত হয়েছিল। আসামীগণ ও পলাতক আসামী ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি সহকারে ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতিকালে ডাকাতিতে ব্যবহৃত মালামালসহ ধৃত হওয়ায় এসআই(নিঃ)/মোঃ মনির হোসেন বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মির্জাপুর থানার উক্ত মামলা নং-২৬, তারিখ-২৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় ধৃত ডাকাতদেলের প্রায় সবাই নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া নিবাসী। এসব ডাকাতরা পূর্বহতে তথ্য সংগ্রহকরে বিভিন্ন বাড়িতে, হাসপাতালসহ বিভিন্ন জনসমাগম স্থলে ভিড়ের সুযোগ নিয়ে ছিনতাই এবং ডাকাতি করে থাকে। নিজেদের পরিচয় আড়াল করে বিশ্বাসযোগ্য করে তুলতে তারা কখনো হিন্দু বা অন্য যেকোন ধর্মীয় পোশাক এবং বেশ ধারণ করে থাকে। ধৃত আসামী সকলেরই ডাকাতিসহ বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে।
এ চক্রের সাথে আর কারা কারা জড়িত এবং তারা কার শেলটারে তাঁদের কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এ অভিযানের দিকনির্দেশনা প্রদান করেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম। ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ এ বি এম এস দোহার নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/ মোঃ আহসানুজ্জামান, এসআই(নিঃ)/ মোঃ মনির হোসেন, এসআই (নিঃ) সুদীপ বাছাড়, এএসআই(নিঃ)/ বদলুল আলম, কং/১৫৮৯ মোঃ মামুন হোসেন, কং/১১২৮ মোঃ ইয়াছিন মিয়া,নারী কং/১১০ সানজিদা আরেফিন স্বর্ণা, নারী কং/১১১ রোকসানা আক্তার সহযোগে এ অভিযানটি পরিচালিত হয় ।