টাঙ্গাইলে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরে একটি চুরির মামলার তদন্তে পুলিশের চৌকস টিম আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি মধুপুর উপজেলার ইদিলপুর এলাকার এমপি বাড়ি জামে মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হলে টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম চোরচক্রটি শনাক্তে তৎপরতা চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে মধুপুরের মাগন্তিনগর এলাকা থেকে আনোয়ার হোসেন রানাকে (৩২) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে জামালপুর, বগুড়া ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে আরও চারজন—মোনারুল হাসান মজনু (২৮), মোঃ ইলিয়াস হোসেন (২৬), মোঃ হারুন অর রশিদ (৪৫), এবং হারেজ আলীকে (৪৩)—গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের পুলিশ জানিয়েছে, ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, চোরচক্র নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।