২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের হাই-কেয়ার বধির স্কুলের বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের হাই-কেয়ার বধির স্কুলের বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন। স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহানের সভাপতিত্বে ও স্কুল শিক্ষক মমতাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদে মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মুহাম্মদ আলী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মাজেদা বেগম, মোহাম্মদ আলী আকবরসহ হাইকেয়ার বধির স্কুলের অভিভাবক ও অন্যান্য ব্যাক্তিবর্গ। স্কুলের শ্রবন ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থীরা মিলাদ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বাক প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

|