
টাঙ্গাইলের চরাঞ্চলে ভূমিদস্যুর হাত থেকে বাচঁতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের চরাঞ্চলে ভূমিদদস্যু ঠান্ডু খাঁ, ছাইফুল ও শাজাহানের হাত থেকে বাচঁতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
অন্যের জমিতে প্রবেশ করে জবর দখল করে নেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কোন উপায় না দেখে রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার ১২নং মাহমুদ নগর ইউনিয়নের বালিয়াপাড়া আমতলা বাজারে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসি। এই ভূমি দস্যুর হাত থেকে রেহাই পেতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছামাদ মন্ডল, সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক হোসেন আলী, যুগ্মসম্পাদক নুরনবী প্রমূখ। এছাড়াও স্থানীয় এলাকাবাসি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।