২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ

 টাঙ্গাইলের কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই স্মার্ট কার্ড আজ বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)  থেকে আগামী ২২ডিসেম্বর পযন্ত  কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার  গ্রহীতার  মাঝে বিতরণ করা হবে।
এতে স্মার্ট কার্ড গ্রহিতারা তাদের নিজ নিজ স্মার্ট কার্ড পেয়ে খুশি। এরই ধারাবাহিকতায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় স্মার্ট কার্ড নিতে আসা গ্রহীতারা  সারিবদ্ধ ভাবে লাইন ধরে তাদের স্মার্ট কার্ড  গ্রহণ করছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, কালিহাতী নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হকসহ কালিহাতি উপজেলার সহকারী নির্বাচন অফিসার মো: শেখ আশিকুল আলম প্রমুখ
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম চলবে।
|