২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
টাঙ্গাইলে দিনব্যাপী পিঠা উৎসবে সুলতান সালাউদ্দিন টুকু

জনগনের অধিকার হরণ করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা চাইনা

স্টাফ রিপোর্টার :
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে গুরুত্ব দেয়া হবে দেশের শিক্ষা ব্যবস্থায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষনা করেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়েই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে। তিনি টাঙ্গাইলে শাহীন শিক্ষা পরিবারের দিনব্যাপী পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগনের মুল্য থাকেনা তখন সরকার স্বৈরাচার হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মনে রাখতে হবে এ দেশের মালিক হচ্ছে জনগন। জনগনের অধিকার হরণ করবে, মানুষের উপর জুলুম করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা চাইনা।

বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ পিঠা উৎসবের আয়োজন করে শাহীন শিক্ষা পরিবার। উৎসবে অর্ধশত ষ্টলে শীতের পিঠার পসরা সাজানো হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ। এর আগে সকালে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

|