২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরি পুনর্বহালসহ তিন দফা দাবিতে টাঙ্গাইলে বিডিআর সদস্যদ্যের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে মানববন্ধন। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চাকরিচ্যুত টাঙ্গাইলের শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন, বিডিআর সদস্য রতন মিয়া, সোহরাব হোসেন, মতিউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক আল আমিন প্রমুখ।

এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জানান, তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে পিলখানার ভিতরে এবং পিলখানার বাইরের ইউনিটের নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করে। এছাড়াও সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও নিরপরাধ বিডিআর সদস্যেদের জেল খানা থেকে মুক্তি দিতে হবে। সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

|