২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কমলনগরে যুবলীগ নেতা জেলহাজতে

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগ নেতা মোসলেহ উদ্দিন মেম্বারকে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলাট হাজিরহাট বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলা যুবলীগের সদস্য এবং চরফলকন ইউনিয়ন যুবলীগের আহবায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. আবদুল মুনাফ।
উল্লেখ্য, ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এসময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারনকৃত চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়

|