বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন
এই মূহুতে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ২০ বিলিয়ন এর উপরে আছে
ঘাটাইল প্রতিনিধি :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, এই মূহুতে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ২০ বিলিয়ন এর উপরে আছে। বিভিন্ন দেউলিয়া ব্যাংকের একত্রীকরণ প্রসঙ্গে তিনি বলেন, তখন বিভিন্ন ব্যাংক দেউলিয়ার দিকে যাচ্ছিল কিন্ত এখন তা আবার ঘুরে দাঁড়াচ্ছে। যেমন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, তবে সবাই পরিত্রাণ পাবে না কিন্তু সব ব্যাংকের সঞ্চয়কারীদের রক্ষা করা হবে। তিনি আজ টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
এর আগে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ৪০০তম শাখা হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল শাখা শনিবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন
শনিবার সকালে ঘাটাইল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা। মুল প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়া শাখার সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উদ্ধর্তন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।