টাঙ্গাইলে সৌদি আরবে পাঠানোর নাম করে টাকা আত্মসাৎকারী
আলামিনের কাছ থেকে টাকা উদ্ধারের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে আনুহেলা এলাকায় সৌদি আরবে পাঠানোর কথা বলে ৩২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ কারী আল আমিনের কাছ থেকে টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তার পরিবার বর্গ।
আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার আনুহলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য রোজিনা বেগম,হালিমা বেগম,সোহরাব আলী,মাইনুদ্দিন, হুগরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজনু মৃধা,ইউপি সদস্য জমেলা বেগম,সাবেক পুলিশ কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্বা আব্দুর রশীদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সৌদি আরবের কথা বলে ৮জনের কাছ থেকে দশটি ব্লাংক চেক প্রদান করে ৩২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে আল আমিন নামে প্রতারক দালাল। আমরা এই আলামিনের বিচার চাই ও অতিদ্রুত এই টাকা গুলো ফেরত চাই। টাকা হাতিয়ে নেওয়া আল আমিন একজন প্রতারক দালাল। আমরা এই আলামিনের বিচার চাই ও অতিদ্রুত এই টাকা গুলো ফেরত চাই। তারা আরো জানান, এই প্রতারক আলামিনের নামে ভুক্তভোগীরা টাঙ্গাইল সদর থানা একাধিক মামলা করলেও এখনো তাকে গ্রেফতার করেনি পুলিশ।